Friday, August 22, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeLivestockবদলে যাবে সারাদেশ, দুধে মাংসে বাংলাদেশ

বদলে যাবে সারাদেশ, দুধে মাংসে বাংলাদেশ

Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিনিধি: “বদলে যাবে সারাদেশ, দুধে মাংসে বাংলাদেশ।” এই প্রত্যয়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে গবাদিপশুর জাত উন্নয়ন করছে এসিআই এনিমেল জেনেটিক্স।

প্রতিবারের মত এবছরও কুরবানীতে প্রায় ৬.৫ লক্ষ উন্নত জাতের ষাঁড় প্রস্তুত করেছেন খামারিরা, যেগুলো উৎপাদিত হয়েছে এসিআই সিমেন ব্যবহার করে। সারাদেশ ব্যাপী বিভিন্ন হাটগুলোতে এসিআই ব্যানারে সজ্জিত হচ্ছে এইসমস্ত ষাঁড় গরুগুলো। এসিআই এর সেরা বীজে সেরা বাছুর উৎপাদন ও সর্বোচ্চ গর্ভধারণ হার নিশ্চিত করে খুব দ্রুত সময়ের ভেতরে লাভবান হচ্ছেন খামারিরা। টাংগাইলের খামারির আব্দুল কাদির বলেন “আমি এসি আই এর বীজ ব্যবহার করে একটা ষাঁড় বাছুর পাই যার জন্মকালীন ওজন ছিলো ৪৯ কেজি। সেদিন থেকেই আমি স্বপ্ন দেখেছিলাম, এই ষাঁড় বাছুরটিকে অনেক বড় করব। এই অগ্রযাত্রায় প্রথম থেকে শেষ পর্যন্ত আজ ৩ বছর ৯ মাস পর্যন্ত পাশে পেয়েছি এসিআই কে। তারা শুধু বীজ দিয়ে নয় বরং সবসময় সার্বক্ষণিকভাবে ফ্রি সেবা ও পরামর্শ দিয়েছেন। আজকে আমার আদরের গরু রাজাবাবু ১৩২০ কেজি ওজন হয়েছে। এত বড় গরু বিক্রয় খুব সহজ নয়। তবে এসি আই আমার পাশে এসে দাড়িয়েছে। তারা গরুটিকে ন্যাজ্যমূল্যে বিক্রয়ের জন্য দেশ ব্যাপি প্রচার চালাচ্ছেন।” ঠিক এই ভাবে সারাদেশে প্রায় ১০০টিরও অধিক বৃহৎ ষাঁড় বিক্রয়ের জন্য সাহায্য করছেন এসিআই এনিমেল জেনেটিক্স। খামারিদের গরুও তারা কিনে নিচ্ছেন ন্যায্যদামে, তাদের নতুন প্রজেক্ট এসিআই কুরবানী এক্সপ্রেস এর জন্য।

দেশের দুধ এবং মাংসের চাহিদা পূরণের লক্ষে সারাদেশ ব্যাপি ৩৩১০ জন প্রশিক্ষিত গবাদিপশু প্রজনন কর্মীদের মাধ্যমে পরিচালিত হচ্ছে উক্ত জাত উন্নয়ন কার্যক্রম। ৪০ জন দক্ষ ভেটেরিনারি সার্ভিসেস অফিসার ও এনিমেল হাজবেন্ড্রি গ্রাজুয়েট দের মাধ্যমে এসিআই নিশ্চিত করছে ফ্রি টেকনিক্যাল ও ভেটেরিনারি সেবা। এবছর কুরবানীর হাটকে কেন্দ্র করে তারা সারাদেশে প্রায় ৫৫টিরও অধিক হাটে নিশ্চিত করতে চলেছেন ফ্রি ভেটেরিনারি হেলথ ক্যাম্পিং।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments