Friday, August 22, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureবরগুনার প্রবাসী নারী কৃষি উদ্যোক্তার সফলতা

বরগুনার প্রবাসী নারী কৃষি উদ্যোক্তার সফলতা

Print Friendly, PDF & Email

লিটন কুমার ঢালী, বরগুনা প্রতিনিধি:

“ধান নদী খাল” এই তিনে বরিশাল।বরিশালের আঞ্চলিক প্রবাদটি এমন হলেও বরিশাল বিভাগের বরগুনায় এখন ব্যাপক হারে চাষ করা হচ্ছে তরমুজ। বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের ছোট তালতলী গ্রামের সুইজারল্যান্ড প্রবাসী একজন নারী কৃষি উদ্যোক্তা শারমিন জাহান। তিনি দীর্ঘ ১৭ বছর প্রবাসে থেকেও মাতৃভূমির নিজ বাড়িতে চাষাবাদ করেন তরমুজ। ১০ বিঘার একটি দীঘিতে চাষ করেছেন মাছ পাশাপাশি পালন করেন গবাদি পশু । তার ব্যক্তিগত দিঘীর পাড়ে রয়েছে দেড় শতাধিক আপেল কুল বড়াই গাছ। রয়েছে কিছু আঙ্গুর গাছ। এদের মত উদ্যোক্তার কারণেই আমরা বরগুনার মানুষ বছরের অধিকাংশ সময়েই তরমুজ খেতে পারি। পুকুরের উপরে জাল দিয়ে চাষ করা হয়েছে তরমুজের। তরমুজের ফলন মোটামুটি ভালই হয়েছে।তার এই ব্যক্তিগত উদ্যোগে তিনি সরকারি কোন সাহায্য সহযোগিতা পাচ্ছেন না। এ সমস্ত কৃষকদের যদি সরকারি সাহায্য সহযোগিতা দেওয়া হয় তাহলে অন্যান্য কৃষকদের মধ্যেও কৃষি পণ্য উৎপাদনের আগ্রহ বাড়বে।

শারমিন জাহানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এটা আমি ব্যক্তিগত উদ্যোগে করেছি। যদি সরকারি কোনো সাহায্য সহযোগিতা পাই তাহলে এটা আমি আরো অনেক বড় আকারে করতে চাই।

এ বিষয়ে জেলা কৃষি কর্মকর্তা রবীন্দ্র নাথ বিশ্বাস এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি আমরা আজকেই জানলাম। আমরা অতি গুরুত্বসহকার বিষয়টি দেখব।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments