Friday, August 22, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাকৃবিতে 'বিশ্ব মেধাস্বত্ব দিবস' পালিত

দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাকৃবিতে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস’ পালিত

Print Friendly, PDF & Email

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দেশের ইতিহাসে প্রথমবারের মতো ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস’ উদযাপিত হয়েছে।

“আইপি অ্যান্ড মিউজিক: ফিল দ্য বিট অব আইপি” প্রতিপাদ্যে শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণ থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি প্রশাসনিক ভবন ঘুরে সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে সকাল ১০টায় ইনস্টিটিউশনাল অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে মিলনায়তনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

আইকিউএসি’র পরিচালক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব।

বিশেষ অতিথি ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হক এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির। আরও উপস্থিত ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. শাহেদ রেজা, অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুখসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ড. মাছুমা হাবিব বলেন, “বর্তমান বিশ্বে টেকসই উন্নয়নের জন্য গবেষণা ও উদ্ভাবন অপরিহার্য, আর মেধাস্বত্ব সে উদ্ভাবনকে সুরক্ষা দেয়। কৃষি খাতেও মেধাস্বত্ব সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে আমাদের উৎপাদনশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। বাংলাদেশে এবারই প্রথম সকল পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একযোগে এই দিবসটি পালিত হচ্ছে।”

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments