নিজস্ব প্রতিনিধি: বরগুনা জেলার তালতলী উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সূর্যমুখী চাষ নিয়ে ২ টি মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে শারিকখালী ইউনিয়নের কচুপাত্রা এলাকায় হাইসান-৩৬ জাতের সূর্যমুখীর প্রদর্শনী মাঠে ও দুপুর ১২ টায় ছোটবাগী ইউনিয়নে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মো. ইলিয়াস এবং সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাইফুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ রথীন্দ্র নাথ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ সিএম রেজাউল করিম এবং প্রকল্প মনিটরিং অফিসার কৃষিবিদ মো. ফরিদুজ্জামান।
বক্তারা বলেন, দৈনন্দিন জীবনে সূর্যমুখী তেলের ব্যবহার দিন দিন বাড়ছে। দেশীয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের আধুনিক চাষ পদ্ধতি ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে। সূর্যমুখী চাষের মাধ্যমে কৃষকের আয় বাড়ানোর পাশাপাশি দেশের ভোজ্যতেল নির্ভরতা কমানো সম্ভব হবে বলেও তারা মত দেন।