Saturday, August 23, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusস্কাউটিংয়ে অবদানের জন্য বিশেষ সম্মাননা পেলেন বাকৃবির রোভার স্কাউট লিডার

স্কাউটিংয়ে অবদানের জন্য বিশেষ সম্মাননা পেলেন বাকৃবির রোভার স্কাউট লিডার

Print Friendly, PDF & Email

বাকৃবি প্রতিনিধি : ২০২৪ সালে ধারাবাহিকভাবে প্যাক, ট্রুপ ও ক্রু মিটিং পরিচালনার মাধ্যমে রোভার স্কাউটিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের লিডার ড. মো. জহিরুল আলম বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টায় গাজীপুরে অবস্থিত জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

জানা যায়, স্কাউট আন্দোলন বেগবান ও গতিশীল এবং স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণে ইউনিট লিডারগণ বছরব্যাপী নিয়মিত ক্রু-মিটিং, দীক্ষা অনুষ্ঠান, ব্যাজ প্রদান অনুষ্ঠান এর আয়োজন করে থাকেন। এ ছাড়াও প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনে সহায়তা প্রদান করে থাকেন। তাঁদের এ কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস-এর প্রোগ্রাম বিভাগ বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ৭ জন ইউনিট লিডারকে পুরস্কৃত করেছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস-এর নির্বাহী পরিচালক জনাব মো. সামছুল হক এবং বাংলাদেশ স্কাউটস-এর প্রোগ্রাম বিভাগের পরিচালক মাহফুজা পারভীনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বাকৃবির রোভার স্কাউট লিডার ড. মো. জহিরুল আলমসহ আরো পুরস্কার পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ লিডার ড. মো. মুমিত আল রশিদ, চট্টগ্রাম কলেজ রোভার স্কাউট গ্রুপ লিডার মো. কামাল উদ্দীন, ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ লিডার অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ লিডার ড. মো. আক্কাচ আলী আকাশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ লিডার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার, সেবাব্রতী মুক্ত স্কাউট গ্রুপ লিডার মো. আসিফুজ্জামান।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments