Friday, August 22, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusবাকৃবিতে ক্লিনারদের জন্য আধুনিক ছয়তলা আবাসন নির্মাণের উদ্যোগ

বাকৃবিতে ক্লিনারদের জন্য আধুনিক ছয়তলা আবাসন নির্মাণের উদ্যোগ

Print Friendly, PDF & Email

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ৪র্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে শুধু ক্লিনারদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বহুতল আবাসিক ভবনের নিমার্ণের উদ্যোগ গ্রহণ করেছে।

শনিবার (২৪ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় এই ছয়তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। প্রায় ৬ কোটি ৪৭ লাখ টাকায় নির্মিতব্য এ ভবনে থাকবে লিফটসহ বিভিন্ন আধুনিক সুবিধা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা, প্রক্টর অধ্যাপক ড. আব্দুল আলীম, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টরা জানান, এটি শুধুমাত্র একটি আবাসন প্রকল্প নয়, বরং কর্মচারীদের মর্যাদা ও জীবনমান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments