Friday, August 22, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureবরিশালে কৃষি গবেষণা সম্প্রসারণ কর্মসূচি প্রণয়ন বিষয়ক দু’দিনের কর্মশালা উদ্বোধন

বরিশালে কৃষি গবেষণা সম্প্রসারণ কর্মসূচি প্রণয়ন বিষয়ক দু’দিনের কর্মশালা উদ্বোধন

Print Friendly, PDF & Email

বরিশাল প্রতিনিধি : বরিশালে কৃষি গবেষণা-সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন’ শীর্ষক দু‘দিনের কর্মশালা আজ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে বরিশালের রহমতপুরে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের (আরএআরএস) উদ্যোগে এর নিজস্ব হলরুমে উদ্বোধনী অনুষ্ঠনের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) পরিচালক (উদ্যানতত্ত্ব ) ড. মো. ফারুক আহমেদ। আরএআরএস’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহবুব রব্বানী, প্রফেসর ড. মো. হাবিবুর রহমান এবং মাদারীপুরের আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া।
কর্মশালায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ডিএই মাদারীপুরের উপপরিচালক সন্তোষ চন্দ্র চন্দ্র, ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক, বরিশালের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম, আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের বরিশাল অঞ্চলের হাব ম্যানেজার হীরা লাল নাথ, ডিএই পটুয়াখালীর অতিরিক্ত উপপরিচালক এইচ এম শামীম, আরএআরএসের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মশিউর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা স্মৃতি হাসনা প্রমুখ। অনুষ্ঠানে বরিশাল ও ফরিদপুর অঞ্চলের কৃষি সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কৃষক মিলে ৯০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠনের প্রধান অতিথি বলেন, কৃষিবিজ্ঞানী এবং সম্প্রসারণবিদরা দীর্ঘদিন যাবৎ একসাথে কাজ করছেন। এর বিনিময়ে উভয়ের মধ্যে পারষ্পারিক কাজের আদান-প্রদান যথেষ্ট সমৃদ্ধ হয়েছে। এর ফলে মাঠে পাওয়া সমস্যা আর সম্ভাবনা নির্ণয় করে আমারা কৃষির ভবিষ্যৎ পরিকল্পনা এবং টেকসই প্রযুক্তি কৃষকদের উপহার দিতে পারব ইনশা-আল্লাহ।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments