Friday, August 22, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureফরিদপুর অঞ্চলের কৃষি কর্মকর্তাদের খামারি মোবাইল অ্যাপ ও ক্রপ জোনিং সিস্টেম এর...

ফরিদপুর অঞ্চলের কৃষি কর্মকর্তাদের খামারি মোবাইল অ্যাপ ও ক্রপ জোনিং সিস্টেম এর প্রশিক্ষণ অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email


ফরিদপুর প্রতিনিধি: বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর কম্পিউটার এবং জিআইএস ইউনিটের ক্রপ জোনিং প্রকল্পের আয়োজনে ২৮মে, ২০২৫ (বুধবার) হর্টিকালচার সেন্টার, মাদারিপুরের প্রশিক্ষণ হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ফরিদপুর অঞ্চলের কৃষি কর্মকর্তাদের জন্য ‘খামারী’ মোবাইল অ্যাপ এবং ক্রপ জোনিং সিস্টেমের উপর দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) ফরিদপুরের অঞ্চলের ৫টি জেলার কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বিএআরসি, ইউনিটের পরিচালক (কম্পিউটার ও জিআইএস ইউনিট) ও পিআই, ক্রপ জোনিং প্রকল্পের হাসান মো. হামিদুর রহমানের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক, জনাব মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা ।

প্রধান অতিথি  বলেন, দেশে আবাদযোগ্য জমির পরিমাণ দিন দিন কমছে। অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফলে এই ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য সরবরাহের জন্য কম জমিতে বেশি ফসল উৎপাদন করতে হচ্ছে। খামারি অ্যাপ ব্যবহারের মাধ্যমে কৃষক  কোন জমিতে ঋতু অনুযায়ী কোন ফসল চাষ করতে হবে এবং কতটুকু সার ও কীটনাশক ব্যবহার করতে হবে সে সম্পর্কে নির্দেশনা দেওয়া হবে। এর ফলে কেবল কম খরচে ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে না, বরং দেশের কৃষির টেকসই উন্নয়নও সম্ভব হবে। অ্যাপটি কার্যক্রম দ্রুত কৃষকের নিকট পৌঁছে দেওয়ার জন্য উপজেলা কৃষি অফিসার এবং উপসহকারী কৃষি অফিসারগণ একযোগে কাজ করে যাচ্ছে এবং সকল কৃষি কর্মকর্তাদের বিভিন্ন প্রশিক্ষণে খামারি অ্যাপ ব্যবহারের আলোচনা করার জন্য অনুরোধ করেন।

প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের সয়েল এক্সপার্ট, মোঃ ছাব্বির হোসেন। ফরিদপুরের অতিরিক্ত উপপরিচালক, (শস্য) মো. রইচ উদ্দিন,  খামারী মোবাইল অ্যাপ সার সুপারিশ ব্যবহার করে ডিএই কর্তৃক পরিচালিত প্রদর্শনী পরীক্ষার ফলাফল উপস্থাপন করেন।

প্রশিক্ষণে খামারি মোবাইল অ্যাপ ব্যবহার বিষায়ক উপস্থাপনা করেন জিআইএস এনালিস্ট, জনাব আবিদ কামাল।  ক্রপ জোনিং সিস্টেমের উপর একটি উপস্থাপনা প্রদান করেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার, জনাব মো. আবিদ হোসেন চৌধুরী।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments