Friday, August 22, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureবরগুনায় তেলজাতীয় ফসল প্রকল্পে কৃষকদের পুরস্কার প্রদান

বরগুনায় তেলজাতীয় ফসল প্রকল্পে কৃষকদের পুরস্কার প্রদান

Print Friendly, PDF & Email

লিটন ঢালী, বরগুনা প্রতিনিধি: বরগুনায় তেলজাতীয় ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য কৃষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সোমবার (০২ জুন ২০২৫) সকাল ১১টায় বরগুনা খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা জজ প্রশাসক মোঃ শফিউল আলম। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, সিএম রেজাউল করিম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মোঃ সোহেল হাফিজ, চ্যানেল এস প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন এবং বার্তা বাজার প্রতিনিধি মোঃ মেহেদী হাসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ভোজ্যতেলের চাহিদা মেটাতে স্থানীয়ভাবে উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। কৃষকেরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে তেলজাতীয় ফসল চাষে অংশ নিচ্ছেন, তা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। সরকার কৃষকদের উৎসাহিত করতে ও তাদের অবদানকে স্বীকৃতি জানাতে এমন উদ্যোগ গ্রহণ করেছে, যা ভবিষ্যতে আরও কৃষকদের উদ্বুদ্ধ করবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বর্তমানে সূর্যমুখী, সরিষা ও তিলসহ বিভিন্ন তেলজাতীয় ফসলের উৎপাদনে কৃষকেরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছেন। আধুনিক প্রযুক্তি ও সঠিক পরামর্শের ফলে তারা ভালো ফলন পাচ্ছেন। ফলে স্থানীয়ভাবে তেলের যোগান বৃদ্ধি পাচ্ছে, যা দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখছে।

এছাড়া বক্তারা জানান, তেলজাতীয় ফসল চাষে সরকারের পক্ষ থেকে নানা ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। বীজ, সার, প্রশিক্ষণসহ বিভিন্ন প্রণোদনা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের আরও সম্পৃক্ত করা হচ্ছে। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি তাদেরকে ভবিষ্যতেও আরও সচেতন ও দক্ষ হয়ে উঠতে উৎসাহ প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সফল কৃষকদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। তারা সবাই নিজেদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন। পুরস্কারপ্রাপ্ত কৃষকদের মধ্যে অনেকে বলেন, এ ধরনের স্বীকৃতি পেয়ে তারা আরও বেশি আগ্রহ ও মনোযোগ নিয়ে চাষাবাদ করবেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments