শেকৃবি প্রতিনিধি: সম্প্রতি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং প্লানটেন এগ্রো লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারক সুনির্দিষ্টভাবে কৃষি প্রযুক্তিতে একটি কৌশলগত অংশীদারিত্বের সূচনা করেছে। এই অংশীদারিত্বের মূল কেন্দ্রবিন্দু হলো আধুনিক কৃষির অন্যতম উন্নত প্রযুক্তি—স্যাটেলাইটভিত্তিক ফসলের স্বাস্থ্যের পর্যবেক্ষণ ব্যবস্থা।
বাংলাদেশে তথ্যভিত্তিক ও টেকসই কৃষির পথে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, যেখানে কৃষকদের ক্ষমতায়নের লক্ষ্যে প্রযুক্তি ও উদ্ভাবনকে সামনে রেখে উভয় প্রতিষ্ঠান একসাথে কাজ করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আবদুল লতিফ। স্বাগত বক্তব্যে তিনি বলেন, “এটি একটি অত্যাধুনিক প্রযুক্তি। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদের শিক্ষার্থীদের এমন উদ্ভাবনে প্রশিক্ষিত করতে হবে। এই কাজে প্লানটেন এগ্রো লিমিটেড অগ্রণী ভূমিকা পালন করবে।”
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্লানটেন এগ্রো লিমিটেডের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক, জেনারেল ম্যানেজার দেবাশীষ ভট্টাচার্য, চিফ ইনোভেশন অফিসার নাসির আহমেদ, এন্টারপ্রেনর-ইন-রেসিডেন্স শাবাব সালেহিন, হেড অব মার্কেট ডেভেলপমেন্ট মো. জসিম উদ্দিন এবং হেড অব বিজনেস অ্যাফেয়ার্স মো. আওলাদ হোসেন।
অনুষ্ঠানটি সমন্বয় করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. জসিম উদ্দিন।