ভোলা প্রতিনিধি :ভোলার বোরহানউদ্দিন উপজেলায় গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF)-এর অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় পরিচালিত ‘Resilient Homestead and Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh (RHL)’ প্রকল্পের আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার বাস্তবায়নে এই প্রকল্পটি ভোলা সদর ও বোরহানউদ্দিন উপজেলার দরিদ্র ও অতিদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে আসছে।
এই কর্মসূচির অংশ হিসেবে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালসহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ও এতিমখানায় নারিকেল, পেয়ারা, সবেদা, কদবেল, নিম, লেবু ও আমের মতো বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে গাছের চারা গ্রহণ করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান-উজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিরুপম সরকার সোহাগ এবং উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।এ সময় আরও উপস্থিত ছিলেন জিজেইউএস এর ক্রিয়া প্রকল্প সমন্বয়কারী ও পুষ্টিবিদ মো. বাবুল আকতার।
সম্পূর্ণ কার্যক্রমটি সার্বিক সহযোগিতা ও পরিচালনায় ছিলেন কমিউনিটি মোবিলাইজেশন অফিসার মো. মনিরুল ইসলাম এবং খায়রুজ্জামান নিওন। এই উদ্যোগের মাধ্যমে সবুজ বনায়ন বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণেও সহায়তা হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।