লিটন কুমার ঢালী , বরগুনা:
বরগুনা জেলার “কৃষি সমস্যা ও সম্ভাব্য সমাধান” বিষয়ক কৃষি মন্ত্রণালয়ের আওতাভুক্ত জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (রবিবার) ৩ আগস্ট ২০২৫ বিকাল ২ ঘটিকার সময় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করেছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, বরগুনা।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রথীন্দ্র নাথ বিশ্বাস, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনা জেলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল হারুনুর রশিদ খান, পিএসসি,এম এস সি (অবঃ)। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলার সভাপতি মোঃ হাফিজুর রহমান খান, সকল উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষি বিপণন কর্মকর্তা, কৃষি উপ প্রকৌশলী গন এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দরা।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলা সভাপতি হাফিজুর রহমান খান। বক্তব্যে কালে তিনি কর্নেল হারুনুর রশিদ খানের পরিচিতি উপস্থাপন করেন এবং বরগুনা জেলার কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেন। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন স্তরের কৃষি কর্মকর্তারা কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
মতবিনিময় সভায় বক্তৃতাকালে অবসরপ্রাপ্ত কর্নেল হারুনুর রশিদ খান বলেন, আমি গত ২৯ জুলাই ২০২৫ ইংরেজি রোজ মঙ্গলবার মাননীয় কৃষি উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করি। এসময় বরগুনার কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বরগুনার মাটি অনেক লবণাক্ত যার কারনে কৃষকরা ফলন পাচ্ছে না। অতিরিক্ত হারে কীটনাশক এবং সার ব্যবহার করতে হচ্ছে। কৃষকেরা ঠিকমতো স্যার সরবরাহ পাচ্ছে না অনেক ক্ষেত্রে। এ সকল সমস্যা থেকে কৃষকদেরকে বাঁচানোর জন্য মাননীয় কৃষি উপদেষ্টা মহোদয় আমার সামনে বসেই জেলার দায়িত্বে থাকা কৃষি কর্মকর্তাকে মুঠোফোনে এই সমস্যাগুলো সমাধানের জন্য নির্দেশ প্রদান করেন। এরই ধারাবাহিকতায় আজকে বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়িতে বরগুনা জেলার “কৃষি সমস্যা ও সম্ভাব্য সমাধান” বিষয়ক কৃষি মন্ত্রণালয়ের আওতাভুক্ত জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। আমি আশাবাদী জেলার সকল কৃষি কর্মকর্তারা যদি একযোগে ভালো উদ্যোগ নিয়ে কাজ করেন তাহলে কৃষকের এই সমস্যা থেকে কৃষকদেরকে সুন্দর একটি সমাধান দেওয়া সম্ভব। আর কৃষকরা যদি সঠিকভাবে ফসল ফলাতে পারেন তাহলেই বেঁচে থাকবে বরিশালের আঞ্চলিক প্রবাদ “ধান নদী খাল এই দিনে বরিশাল”।