তালতলী প্রতিনিধি: তালতলী উপজেলা কৃষি অফিসের আয়োজনে SACP (এসএসিপি) প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সওদাগারপাড়া, মালীপাড়া, ও বেহালায় যথাক্রমে ড্রাগন, কুল ( বলসুন্দর), লাউ ফসলের উপর এ তিনটি মাঠ দিবস আয়োজন করা হয়।
উক্ত মাঠদিবত্রয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো. রিফাত সিকদার; আঞ্চলিক প্রকল্প অফিসার, এসএসিপি প্রকল্প, বরিশাল অঞ্চল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: সি এম রেজাউল করিম; অতিরিক্ত উপ পরিচালক, ডিএই, বরগুনা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আবু জাফর মো: ইলিয়াস; উপজেলা কৃষি অফিসার, তালতলী, বরগুনা ও সঞ্চালনায় ছিলেন মো : সাইফুল আলম; কৃষি সম্প্রসারণ অফিসার, তালতলী, বরগুনা। এছাড়া সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তৃতায় বক্তারা প্রদর্শনীভুক্ত ফসলের গুরুত্বারোপ করে এর উপকারিতা, উন্নত চাষাবাদ পদ্বতি ও ফসলগুলোর সম্ভাবনা নিয়ে দিক নির্দেশণামূলক বক্তব্য প্রদান করেন। উপস্থিত কৃষকরা বলেন প্রকল্প কর্তৃক এ ধরনের সহযোগিতা ও প্রশিক্ষণ পাওয়ায় তারা উন্নত চাষাবাদে আরও উদ্বুদ্ধ হচ্ছে।