লিটন কুমার ঢালী , বেতাগী: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো দক্ষিণের জনপদ বরগুনার বেতাগীতেও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ আজ সোমবার ১৮ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ২৪ আগস্ট পর্যন্ত।
এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: তুরান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বিপুল শিকদার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বেতাগী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান মনির, বেতাগী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও নয়া দিগন্তের প্রতিনিধি আলহাজ্ব মো: কামাল হোসেন খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক মামুন পারভেজ আসাদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা কালবেলা’র প্রতিনিধি কোয়েল শিকদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক শাহাদাত হোসেন মুন্না এবং দৈনিক রূপালী বাংলাদেশের উপজেলা প্রতিনিধি ইঞ্জিনিয়ার জসীম উদ্দীন। এছাড়াও স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ মাছের ভান্ডার হিসেবে পরিচিত। দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে চলে যাচ্ছে। প্রজনন মৌসুমে মাছ ধরা নিয়ন্ত্রণ, অভয়াশ্রম তৈরি, পোনা অবমুক্তকরণ এবং জনগণকে সচেতন করার মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি সম্ভব। এ সময় বক্তারা মাছ রক্ষায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিপুল শিকদার বলেন, “জাতীয় মৎস্য সপ্তাহ শুধু মাছ চাষ নয়, জাতীয় সম্পদ রক্ষার প্রতীকও বটে। এ বছর আমরা মৎস্য সপ্তাহে একটি বিশেষ বার্তা তুলে ধরছি, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানো। মৎস্য সম্পদ রক্ষায় সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে, তবে এসব উদ্যোগ সফল করতে হলে জনগণের আন্তরিক অংশগ্রহণ প্রয়োজন।”
বিশেষ অতিথির বক্তব্যে বেতাগী থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মনির বলেন, “অপরিকল্পিত মাছ ধরা, নদী-খাল দখল এবং অবৈধ জাল ব্যবহার আমাদের মাছের প্রজাতি ধ্বংস করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে কঠোর অবস্থানে আছে। তবে এর সঙ্গে সাধারণ মানুষকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে। কারণ মাছ শুধু অর্থনৈতিক সম্পদ নয়, গ্রামীণ জীবনের ঐতিহ্যও।”
সভা শেষে উপজেলা পরিষদ চত্ত্বরের পুকুরে দেশীয় জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। উপস্থিত অতিথিরা স্বচক্ষে মাছ অবমুক্ত কার্যক্রমে অংশগ্রহণ করেন। এ কর্মসূচির মধ্য দিয়ে মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক সূচনা হয়।