গোবিপ্রবি প্রতিনিধি: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্য কে সামনে রেখে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। বৃহস্পতিবার (২১ আগষ্ট) দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং দেশীয় মাছের বিলুপ্তি রোধে জনসচেতনতা বাড়াতে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ এই বর্ণাঢ্য আয়োজনের ব্যবস্থা করে। শিক্ষক, শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস যেন এক উৎসবে মেতে উঠেছিল।
দিনের শুরু হয় এক আনন্দমুখর শোভাযাত্রার মধ্য দিয়ে, যা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের মনোরম লেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর অনুষ্ঠিত হয় মূল আলোচনা সভা, যেখানে দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে তরুণ প্রজন্মের উজ্জ্বল ভূমিকা নিয়ে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিভাগের শিক্ষকবৃন্দ আলোকপাত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সোহেল হাসান, কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহম্মেদ জুয়েল এবং গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী। সম্মানিত আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মোঃ আরিফুল ইসলাম এবং বেসরকারি সংস্থা Christian Commission for Development in Bangladesh (CCDB)-এর প্রতিনিধি কৃষিবিদ মোঃ আব্দুল বারী। এ আয়োজনের সভাপতিত্ব করেন ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিয়াজ আল হাসান।
আলোচনা সভায় একটি বিশেষ মুহূর্ত ছিল, যখন গোবিপ্রবি’র ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ এবং CCDB-এর মধ্যে একটি যুগান্তকারী প্রাথমিক চুক্তি (Letter of Intent) স্বাক্ষরিত হয় ও নিকট ভবিষ্যতে চুড়ান্ত চুক্তি করার কথা বলা হয়। এই চুক্তি গোবিপ্রবি’র ফিশারিজ বিভাগের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এর ফলে বিভাগে পরবর্তীতে ইন্টার্নশীপ চালু হলে CCDB-এর বিভিন্ন কার্যক্রমে সরাসরি ইন্টার্নশিপ করার এবং মৎস্য গবেষণা প্রকল্পে অংশ নেওয়ার সুযোগ পাবে, যা তাদের পেশাগত জীবনে এগিয়ে যেতে এক দারুণ প্ল্যাটফর্ম তৈরি করবে।
গোবিপ্রবি তার শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এর পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক সমৃদ্ধিতেও একটি কার্যকর ভূমিকা রাখতে অঙ্গীকারবদ্ধ। ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের এই বর্নীল আয়োজন সেই প্রতিশ্রুতিরই এক উজ্জ্বল প্রতিফলন।