বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এনিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধীনে নবনির্মিত কৃত্রিম প্রজনন কেন্দ্রের ফিল্ড ল্যাব এবং বিভাগীয় এনিমেল ব্রিডিং ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিকায়নকৃত ল্যাবের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের প্রধান প্রফেসর ড. সামছুল আলম ভূঁঞা।
ILRI-GEF-UNEP প্রজেক্টের অর্থায়নে স্থাপিত এই আধুনিক ল্যাবরেটরিতে গবেষণা ও শিক্ষার মানোন্নয়ন, বিশেষ করে গবাদি পশুর জেনেটিক উন্নয়ন ও কৃত্রিম প্রজনন প্রযুক্তির সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, আধুনিক সরঞ্জামসমৃদ্ধ এই ল্যাবের মাধ্যমে দেশের প্রাণিসম্পদ উন্নয়নে গবেষণা কার্যক্রম আরও বেগবান হবে এবং শিক্ষার্থীরা হাতে-কলমে গবেষণার সুযোগ পাবে।



