নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিভাগের বন ইউনিটের আয়োজনে ‘Annual Review Workshop on Agroforestry in Bangladesh : Research Review 2024-25 & Research Planning 2025-26’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা সোমবার (১১ নভেম্বর ২০২৫) বিএআরসি মিলনায়তনে শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরসি’র সম্মানিত নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ আবদুছ ছালাম। বিএআরসি’র সদস্য পরিচালক (প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিভাগ) ড. মোঃ বক্তীয়ার হোসেন এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রফেসর ড. মো: শফিকুল বারি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএআরসি’র বন ইউনিটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: গোলাম মাহবুব এবং সঞ্চালনা করেন বিএআরসি’র বন ইউনিটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাজী নূর-এ-আলম জুয়েল।
কর্মশালায় নার্সভূক্ত প্রতিষ্ঠান, ডিএই, বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান বিজ্ঞানী, কর্মকর্তা, শিক্ষকসহ মোট ৭০ জন অংশগ্রহণ করছেন। বার্ষিক পর্যালোচনা কর্মশালার কারিগরি সেশনে প্রতিষ্ঠানসমূহের পক্ষ থেকে তাদের ২০২৪-২৫ অর্থবছরের গবেষণার অগ্রগতি এবং ২০২৫-২৬ অর্থবছরের গবেষণা পরিকল্পনা উপস্থাপন করা হবে। দুটি টেকনিক্যাল সেশনের মাধ্যমে অনুষ্ঠিতব্য দিনব্যাপী এ কর্মশালার সুপারিশ কৃষি বনায়ন গবেষণা ও সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



