নিজস্ব প্রতিনিধি: রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব খাতে ধানের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকালে কেংড়াছড়ি ইউনিয়নের বেগেনাছড়ি এলাকায় ব্রি-ধান-১০৩ জাতের ধানের নমুনা শস্য কর্তন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায়, কৃষি অফিসের উদ্যানতত্ত্ববিদ সুমন গুপ্ত, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুব্রত গুপ্ত, সুকান্ত কুমার মোদক, এবং স্থানীয় কৃষক বিশাল চাকমা, শান্তি রঞ্জন চাকমা, মধুসূদন চাকমা, দিবারতন চাকমা ও শান্ত বালাসহ এলাকার অন্যান্য কৃষকবৃন্দ।
শস্য কর্তন কার্যক্রমের মাধ্যমে মাঠ পর্যায়ের কৃষকদের ফলন মূল্যায়ন ও উন্নত জাত সম্প্রসারণে উৎসাহিত করার পাশাপাশি প্রযুক্তিনির্ভর কৃষি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায়।
শস্য কর্তন শেষে মাঠ পর্যায়ে উপস্থিত কৃষকদের সঙ্গে ফলন ও উৎপাদন সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে মসল্লার উন্নতজাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ভার্মি কম্পোস্ট প্রযুক্তি সম্প্রসারণ প্রদর্শনী, বস্তায় আদা চাষ, মাচায় সবজি চাষসহ বিভিন্ন কৃষি কার্যক্রমও পরিদর্শন করা হয়।



