নিজস্ব প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
এ উপলক্ষে ৮ই মে (বৃহস্পতিবার) এক অনুষ্ঠানে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মাদ উম্মে সালমা। উপজেলার সাতটি ইউনিয়নে মোট দুই হাজার চার শত কৃষকের মাঝে বিনামূল্যে সরকারি সহায়তা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আবুজাফর মোঃ ইলিয়াস, পরিচালনায় মোঃ সাইফুল আলম উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার । এ সময়ে আরো উপস্থিত ছিলেন প্রতিটি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি অফিসার এবং ইউপি সদস্যরা । প্রতি কৃষক ৫ কেজি করে ধানের বীজ, ১০ কেজি ডিএমপি ও ১০ কেজি এমওপি সার প্রণোদনা পেয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আবুজাফর মোঃ ইলিয়াস বলেন, উপজেলার ৭টি ইউনিয়ন তালিকাভুক্ত কৃষকদের মাঝে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সরকারি সহায়তা দেয়া হয়। আজ সকল ইউনিয়নের কৃষকদের মাঝে বিতরণের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। সিজন শুরু হয়ে যাওয়ায় তিনি তালিকাভুক্ত কৃষক ভাইদের অতি দ্রুত এ সহায়তা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ উম্মে সালমা বলেন, প্রতি কৃষক পাঁচ কেজি ধান, দশ কেজি ডিএমপি সার ও দশ কেজি এমওপি সার পাবেন সেটা আপনারা নিজ দায়িত্বে বুঝে নিবেন এবং এই সরকারি সহয়তা পেয়ে যদি সঠিক ভাবে ফলানোর চেষ্টা করবেন।