নিজস্ব প্রতিনিধি: কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসমে বোরো উফসী ধানের সমালয় ফসল কর্তনের শুভ উদ্বোধন করা হয়।
আজ সোমবার (১২ মে) ফসল কর্তন অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার আবু জাফর মো:ইলিয়াস। এসময় উপস্থিত ছিলেন মো: সাইফুল আলম, কৃষি সম্প্রসারণ অফিসার, বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। এছাড়াও কৃষক ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ৫০ একর জমিতে ব্রি ধান ৯২ ধান চাষ করা হয়। উক্ত সমালয়ে ৬২ জন কৃষক শেয়ার আছে।
কৃষি অফিসার আবু জাফর বলেন, বীজতলা তৈরী থেকে ফসল কর্তন পর্যন্ত পুরো সমালয় মাঠ সর্বদা কৃষি অফিসের পর্যাবেক্ষনে ছিলো। সম্পূর্ন আধুনিক প্রযুক্তিগত চাষাবাদ অবলম্বনের মাধ্যমে কৃষকদের এই ব্রি ৯২ ধান চাষাবাদ করা হয়।