তালতলী প্রতিনিধি: কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে বরগুনার তালতলীতে কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেল চারা বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুম উপলক্ষে সোমবার (২৫ জুন) তালতলী উপজেলা পরিষদ চত্বরে এই চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
তালতলী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর মো: ইলিয়াস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব উম্মে সালমা। উপজেলার ৪৮ টি প্রতিষ্ঠান ও ৪০০ জন কৃষকের হাতে উন্নত জাতের মোট ২৪৮০ টি নারিকেল চারা তুলে দেওয়া হয়। প্রতিজন কৃষক পান ৫টি করে চারা ও প্রতিষ্ঠান ১০ করে চারা পাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাইফুল আলম, বিএনপি নেতা আক্কাস মৃধা,বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান মামুন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও মসজীদের ইমাম প্রমুখ।
উপজেলার কৃষকরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও কৃষি সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।



