Sunday, November 16, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureভোলায় সফল খামারিদের পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন

ভোলায় সফল খামারিদের পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন

Print Friendly, PDF & Email

মোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনধি:

ভোলায় সফল খামারিদের পুরস্কার প্রদান করা হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুরে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) হলরুমে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় সমন্বিত কৃষি ইউনিটের আওতায় জিজেইউএস এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপ-পরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক। সভাপতিত্ব করেন জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম খান, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ এবং অতিরিক্ত উপ-পরিচালক আলী আজিম শরীফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজেইউএস-এর উপ-পরিচালক ডা. অরুণ কুমার সিংহ।

অনুষ্ঠানে প্রকল্পের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুরাদ হাসান চৌধুরী পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদান রাখার জন্য ছয়জন সফল খামারিকে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত খামারিরা অংশগ্রহণ করেন। এই আয়োজন স্থানীয় কৃষি উন্নয়নে খামারিদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি কৃষি খাতে আরও উৎসাহ প্রদানের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments