নিজস্ব প্রতিনিধি: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাহুবল, হবিগঞ্জ এর উদ্যোগে উপজেলা প্রশিক্ষণ হলরুমে “আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)” এর আওতায় সুবিধাভোগী কৃষক-কৃষণীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৩ আগস্ট ২০২৫ তারিখের সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. মোশাররফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ জাকির হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন—সিলেট অঞ্চলকে “এগ্রো ট্যুরিজম জোন”-এ রূপান্তরিত করতে হবে। মাটির স্বাস্থ্য রক্ষায় রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার, জীবাণু সার এবং জৈব বালাইনাশক ব্যবহারে কৃষকদের উৎসাহিত করতে হবে। বাজারে সার, বীজসহ কৃষি পণ্যের মূল্য সঠিকভাবে মনিটরিং করতে হবে। কৃষক পর্যায়ে বীজ উৎপাদন ও সংরক্ষণ বাড়াতে হবে। কৃষি বিষয়ক পরিসংখ্যান যেন সর্বদা নির্ভরযোগ্য ও সঠিক হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আকতারুজ্জামান এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. রকিব উদ্দিন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের কৃষি তথ্য সার্ভিসের প্রতিনিধি, স্থানীয় কর্মকর্তাবৃন্দ ও কৃষক-কৃষাণীগণ।
সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প আওতায় সুবিধাভোগী কৃষক-কৃষণীদের সাথে মতবিনিময় সভা
RELATED ARTICLES