Sunday, November 16, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureসিলেট জেলার কৃষি উন্নয়নে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সিলেট জেলার কৃষি উন্নয়নে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিনিধি: জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেটের যৌথ আয়োজনে “সিলেট জেলার কৃষি উন্নয়নে করণীয় শীর্ষক কর্মশালা” জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার (১২ নভেম্বর ২০২৫ তারিখ) অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ মো. শামসুজ্জামান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট এবং সিলেটের বর্তমান কৃষি পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন- কৃষিবিদ দীপক কুমার দাস, জেলা প্রশিক্ষণ অফিসার, ডিএই, সিলেট ও সিলেটের কৃষির অগ্রগতির উপর প্রবন্ধ উপস্থাপন করেন মো রকিব উদ্দিন, পিডি, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত ), ডিএই, খামারবাড়ি, ঢাকা।

কর্মশালায় সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান মোঃ রেজা-উন-নবী, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), সিলেট।

প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতে কৃষি বিভাগের কাজের স্পৃহার প্রশংসা করেন এবং কৃষির প্রতিটি ক্ষেত্রে সঠিক ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করেন। তিনি কৃষক ও কৃষি উদ্যোক্তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও কর্মক্ষেত্রে তাদের সুরক্ষা নিশ্চিত করার কথা উল্লেখ করেন। কৃষকরা যেন সঠিক সময়ে তাদের চাহিদা মোতাবেক কৃষিঋণ পায় সেজন্য কৃষিঋণ কমিটির তদারকি বাড়ানোর নির্দেশ প্রদান করেন। তিনি আরো বলেন কৃষি গবেষণা সেক্টরে নীরব বিপ্লব ঘটেছে একে অব্যাহত রাখতে হবে। তিনি সকলকে আউট অফ দ্যা বক্স চিন্তার মাধ্যমে সীমাবদ্ধ সম্পদকে কাজে লাগিয়ে সিলেটের কৃষিকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

মুক্ত আলোচনা পর্বে সকল উপজেলার কৃষকবৃন্দ, বিভিন্ন দপ্তর হতে আগত কর্মকর্তা, বিজ্ঞানীগণসহ সব ধরনের স্টেকহোল্ডারদের হতে গঠনমূলক মতামত নেয়া হয়, যা পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। এছাড়াও বজ্রপাতে মারা গিয়েছে এরকম ৪ কৃষক পরিবারের মাঝে ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং সিলেট জেলায় কৃষক কল্যাণ ট্রাস্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উক্ত কর্মশালায় জেলা প্রশাসন, ডিএই, ব্রি, বারি, এআইএস,ডেম, বিএডিসি, ডিএলএস সহ অন্যান্য সংস্থার জেলা, উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাগণ,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানিত শিক্ষকগণ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সাংবাদিকবৃন্দ, কৃষক ও কৃষি উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments