Friday, August 22, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusপ্রথমবারের মতো বাকৃবির আবাসিক হলে জিমনেশিয়াম চালু

প্রথমবারের মতো বাকৃবির আবাসিক হলে জিমনেশিয়াম চালু

Print Friendly, PDF & Email

বাকৃবি প্রতিনিধি : ‘সুস্থ দেহে সুন্দর মন’ – এই প্রবাদটি সকলেরই জানা। আর তাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহজালাল হলে শিক্ষার্থীদের শারীরিক স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে জিমনেসিয়ামের চালু করেছেন হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান। বিশ্ববিদ্যালয়ের ছেলেদের আবাসিক হলগুলোর মধ্যে এটিই প্রথম জিমনেসিয়াম।

শনিবার (৩ মে) সকাল সাড়ে ১১টায় জিমনেশিয়ামটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো আসাদুজ্জামান সরকারসহ হলের শিক্ষার্থীবৃন্দ। 

জানা যায়, অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই জিমনেসিয়ামে থাকবে ওয়েট বেঞ্চ, সিট-আপ বেঞ্চ, রাউন্ড ডাম্ববেল, ফিক্সড ডাম্ববেল, জাম্প রোপ, এবি হুইল, হ্যান্ড গ্রিপ, এক্সারসাইজ বাইক, ম্যাট, পুশ-আপ বার সহ অনেক কিছুই। তাছাড়া ঈদের আগেই ট্রেড মিল যুক্ত হবে বলে জানিয়েছেন হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান।

প্রভোস্ট বলেন, আমি ছাত্রজীবনে নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলাম। ফুটবল, ভলিবল এবং হ্যান্ডবল টিমে খেলেছি। শাহজালাল হল অতীতেও বহুবার বিভিন্ন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। যেহেতু আমাদের হল থেকে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামটি অনেক দূরে, তাই আমি হলে একটি কক্ষ পরিষ্কার করিয়ে সেখানে জিমের ব্যবস্থা করেছি, যাতে খেলাধুলার পর শিক্ষার্থীরা জিমের সুবিধা নিতে পারে।আশা করি ঈদের পর ট্রেডমিল সংযোজন করতে পারব।’

তিনি আরো বলেন, ‘শাহজালাল হল একটি আন্তর্জাতিক হল হওয়ায়, আমি ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ-সুবিধা নিশ্চিত করাতেও গুরুত্ব দিচ্ছি। আশা করি, আমাদের শিক্ষার্থীরা খেলাধুলায় আরও এগিয়ে যাবে এবং কোনো মাদকসেবন বা খারাপ সংস্কৃতির ছায়া তাদের স্পর্শ করতে পারবে না।’

হলের নেপালি শিক্ষার্থী রাহুল যাদব বলেন, ‘আমরা হলের নেপালি শিক্ষার্থীরাও খুব খুশি কারণ এখন নিজেদের রুমের কাছেই জিম রয়েছে। এর ফলে মাঠে খেলাধুলার পাশাপাশি শরীর গঠনের জন্য জিমনেসিয়াম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। এমন সুযোগ সুবিধা করে দেওয়ায় ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ গ্রহণ করার জন্য প্রভোস্ট স্যারকে অসংখ্য ধন্যবাদ।’

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments