Friday, August 22, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusসংস্কার চলছে পবিপ্রবি-সংলগ্ন ঝুঁকিপূর্ণ সড়কে

সংস্কার চলছে পবিপ্রবি-সংলগ্ন ঝুঁকিপূর্ণ সড়কে

Print Friendly, PDF & Email

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রধান ফটকের সংলগ্ন ঝুঁকিপূর্ণ সড়কে সংস্কার কাজ চলমান রয়েছে। সড়কের দুই পাশে ফুটপাত নির্মাণের কাজ চলছে।
দীর্ঘদিন ধরে বগা-বরিশাল মহাসড়কের এই অংশটি ছিল খানাখন্দে ভরা ও ভাঙাচোরা। রাস্তার পাশে ছিল না কোনো ফুটপাত, ছিল পল্লি বিদ্যুতের খুঁটি ও কাঠের গুঁড়ির স্তুপ। অপর পাশে বরিশাল সেনানিবাস স্কুল ও কলেজের শিক্ষার্থীদের পরিবহন বাস পার্ক করা থাকত, ফলে চলাচলের জন্য শিক্ষার্থীদের জন্য ছিল না কোনো নিরাপদ পথ। বাধ্য হয়ে সবাইকে মহাসড়কের মাঝ দিয়ে চলাচল করতে হতো, যা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও দুর্ভোগজনক।
এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটির সংস্কার কাজ শুরু করেছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টরা। তারা আশা করছেন, দ্রুত কাজ শেষ হলে দুর্ঘটনা ও দুর্ভোগ অনেকটাই কমবে।

সংস্কার কাজের সার্বিক তত্ত্বাবধানে থাকা পবিপ্রবির প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, “বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে চলা লেবুখালী-বাউফল সড়কটি সরু হওয়ায় চলাচলে সমস্যা হচ্ছিল। দেয়ালের পাশে ব্যবসায়ীদের গাছ অপসারণ করে রাস্তা প্রশস্ত করা হচ্ছে। সেই সঙ্গে লেকের মাটি ব্যবহার করে রাস্তা ভরাট করা হচ্ছে, এবং পরবর্তীতে লেকটিও আগের রূপে ফিরিয়ে আনা হবে।”

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments