শেকৃবি প্রতিনিধি: বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের (BVC) আয়োজনে এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের সহায়তায় “Empowering Future Veterinarians: Skills, Ethics and Innovations” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জুন, ২০২৫) বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মুহাম্মদ আবুল বাশার এবং এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. গোপাল চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থাপনার দায়িত্ব ছিলেন সহযোগী অধ্যাপক ড.মো. রাশেদুল ইসলাম।
সেমিনারে ভেটেরিনারি শিক্ষা ও পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করা হয়— “Promoting Global Veterinary Competency through Essential Day-1 Skills” এবং “Harnessing Artificial Intelligence for Advancing Veterinary Practices”।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ তাঁর বক্তব্যে বলেন, “এই সেমিনারটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সময়োপযোগী ও কার্যকরী। দক্ষ ভেটেরিনারিয়ান হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের শিক্ষকগণ সার্বিক প্রচেষ্টা করেন যাতে শিক্ষার্থীরা শুধু পাঠ্যসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করতে পারে। থিওরি ভিত্তিক পড়াশোনার পাশাপাশি এই ধরনের সেমিনারগুলো ছাত্রদের চৌর্যবৃত্তিক ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়াতে সহায়তা করে।”
উপাচার্য আরও বলেন, শেকৃবি ভেটেরিনারি ক্লিনিককে আধুনিক ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তোলা হবে এবং শিগগিরই একটি মোবাইল ভেটেরিনারি ক্লিনিক চালুর উদ্যোগ নেওয়া হবে—যা দেশের প্রান্তিক অঞ্চলের পশুপালকদের কাছে দ্রুত ও সহজসাধ্য সেবা পৌঁছে দিতে সহায়ক হবে।
সেমিনারে ভেটেরিনারি অনুষদের সকল বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং লেভেল ৫, সেমিস্টার-১ (জানুয়ারি-জুন/২০২৪) এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উপস্থিত সবাই সেমিনারের আয়োজন ও প্রবন্ধগুলোর উপস্থাপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, সেমিনারটি ভেটেরিনারি শিক্ষা, নৈতিকতা এবং উদ্ভাবনী প্রযুক্তির সমন্বয়ে ভবিষ্যতের ভেটেরিনারিয়ানদের প্রস্তুত করতে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।