Friday, August 22, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusকম্বাইন্ড ডিগ্রি ইস্যু সমাধানে বাকৃবিতে ৮ সদস্যের কমিটি

কম্বাইন্ড ডিগ্রি ইস্যু সমাধানে বাকৃবিতে ৮ সদস্যের কমিটি

Print Friendly, PDF & Email

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের চলমান কম্বাইন্ড ডিগ্রি আন্দোলন দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে ৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার আদেশক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক আদেশনামায় বিষয়টি নিশ্চিত হয়েছে।

আদেশনামা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমানকে সভাপতি এবং কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আসাদুজ্জামান সরকারকে সদস্য সচিব করে ওই কমিটি গঠন করা হয়েছে।

এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ডিন পরিষদের আহ্বায়ক এবং কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ডিন অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাজ উদ্দিন, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান এবং শিক্ষা বিষয়ক শাখার অ্যাডিশনাল রেজিস্ট্রার ড. ফারুক আহম্মদ।

আদেশনামায় আরো উল্লেখ করা হয়, কমিটির চারটি কার্যপরিধি নির্ধারণ করা হয়েছে। কমিটিটি দুই অনুষদের শিক্ষার্থীদের নিকট হতে প্রাপ্ত আবেদন বিবেচনা করবেন, দুই অনুষদের অনুষদীয় সভার সিদ্ধান্তাবলী পর্যালোচনা করবেন, কমিটিটি অনুষদ দুইটির ছাত্র প্রতিনিধি ও অনুষদীয় শিক্ষক প্রতিনিধিদের সাথে আলোচনা করে উদ্ভূত পরিস্থিতি নিরসনে করণীয় সম্পর্কে অতি দ্রুত রিপোর্ট/সুপারিশ প্রদান করবেন এবং এতদ সরকারি/সংশ্লিষ্ট মন্ত্রণালয়/অধিদপ্তর/পেশাজীবী গোষ্ঠীর সাথে আলোচনা করে করণীয় ঠিক করবেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments