Sunday, November 16, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusশাবিপ্রবিতে রিসার্চ সেন্টারের ১৩তম বার্ষিক ‘গবেষণা ও উদ্ভাবন’ সম্মেলনের উদ্বোধন

শাবিপ্রবিতে রিসার্চ সেন্টারের ১৩তম বার্ষিক ‘গবেষণা ও উদ্ভাবন’ সম্মেলনের উদ্বোধন

Print Friendly, PDF & Email

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর মিনি অডিটোরিয়ামে রিসার্চ সেন্টারের আয়োজনে ১১ নভেম্বর, ২০২৫ তারিখ, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তিন দিনব্যাপী ১৩তম বার্ষিক ‘গবেষণা ও উদ্ভাবন’ সম্মেলন এর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন এবং পূবালী ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ আলী।

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, এখানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। শাবিপ্রবিতে যে গবেষণা ইকোসিস্টেম গড়ে উঠেছে তা সত্যিই প্রশংসনীয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই শাবিপ্রবি একটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে। আর বর্তমানে তা দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় এক অনন্য অবস্থানে পৌঁছেছে। বিশ্ববিদ্যালয়টির এই অগ্রগতি ও অর্জন নিঃসন্দেহে গর্বের বিষয়।

সভাপতির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, আমরা গবেষণায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আমরা চাচ্ছি সিনিয়র ও জুনিয়র স্কলারদের সমন্বয়ে একাডেমিক ও গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা খাতে পূবালী ব্যাংকের অবদানের প্রশংসা করেন এবং এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন জাপানের কিউশু ইউনিভার্সিটির ডিভিশন অব হেলথকেয়ার ডিজিটাল ট্রান্সফরমেশন-এর সহযোগী অধ্যাপক ড. রফিকুল ইসলাম মারুফ।

স্বাগত বক্তব্য রাখেন রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোঃ আবুল কালাম আজাদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন রিসার্চ সেন্টারের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন।

অনুষ্ঠানে গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচজন শিক্ষককে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হয়।

অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন ফিজিক্যাল সায়েন্সেস অনুষদ থেকে গণিত বিভাগের অধ্যাপক ড. পাবেল শাহরিয়ার, সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোঃ আশরাফ সিদ্দিকী, ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদ থেকে ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদ থেকে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক স্বপন কুমার সরকার এবং এপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদ থেকে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ জহুরুল ইসলাম।

উদ্বোধনী পর্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তিন দিনব্যাপী এই বার্ষিক সম্মেলনে ২৪টি টেকনিক্যাল সেশনে মোট ২৪৫টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments