ঝালকাঠি প্রতিনিধি: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝালকাঠী কর্তৃক মাশরুম চাষ ও সম্প্রসারণের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মাশরুম চাষ ও সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের এ মাঠদিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোঃ নজরুল ইসলাম সিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) ইসরাত জাহান মিলি, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ রিয়াজ উল্লাহ বাহাদুর, উপজেলা কৃষি অফিসার আলী আহম্মদ।
ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ তারিকুল ইসলাম এর সঞ্চালনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সফল উদ্যোক্তাগন ও সংশ্লিষ্ট ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তাগন।
উক্ত মাঠ দিবসে শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।



