মোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি:
ভোলা জেলার চর কুকরী মুকরীতে এডাপটেশন লার্নিং সেন্টারের উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে হাঁস পালন বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিতরণ করা হয় খাঁচাসহ হাঁসের বাচ্চা।
প্রশিক্ষণে নারী ও পুরুষ সদস্যদের জন্য সহজ পদ্ধতিতে হাঁস পালন, ছোট জায়গায় অধিক সংখ্যক হাঁস পালন, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, বাচ্চা উৎপাদন ও হাসঁ পালনের বহুমুখী উপকারিতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে হাঁস পালনে সম্ভাব্য চ্যালেঞ্জ ও তার উত্তরণের উপায় নিয়েও ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উপপরিচালক ও প্রকল্পের টিম লিডার ডা. খলিলুর রহমান, চর কুকরী মুকরী শাখার ইনচার্জ মো. হোসেন এবং এডাপটেশন লার্নিং সেন্টারের প্রশিক্ষণ সমন্বয়কারী মো. শোয়েবুল ইসলাম।
আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় জনগণ শুধু পরিবারের প্রোটিন চাহিদা পূরণেই নয়, বরং উদ্বৃত্ত হাঁস উৎপাদন বাজারজাত করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে উৎসাহ ও সচেতনতা লক্ষ্য করা গেছে, যা ভবিষ্যতে উপকূলীয় এলাকায় নিরাপদ হাঁস পালনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।