পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নবীন রোভার সহচরদের ওরিয়েন্টেশন এবং সিনিয়র রোভার মেটদের সনদ ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (২৯ অক্টোবর) বুধবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পর্দা উঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। শুরুতেই তিনি ফিতা কেটে রোভার ডেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং পরবর্তীতে নবীন রোভার সহচরদের বরণ ও সিনিয়রদের হাতে সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবিপ্রবি রোভার স্কাউটের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবু ইউসুফ এবং সঞ্চালনা করেন সম্পাদক ড. আমিনুল ইসলাম টিটো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক আবদুল লতিফ, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন, পটুয়াখালী জেলা রোভারের সাবেক কমিশনার উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ ও হাজী হামেজ উদ্দিন মৃধা কলেজের সাবেক অধ্যক্ষ সেলিম মৃধা।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, সহকারী অধ্যাপক মো. আব্দুর রহিম, টিএসসি’র পরিচালক (অ. দা.) মো. আবুবকর সিদ্দিক, আরটিসির উপ-পরিচালক মুহাম্মদ জাহিদ আল মামুন, ডেপুটি রেজিস্ট্রার মো. শাহজালালসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও রোভার সদস্যবৃন্দ।
কৃতিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় দুইজন সিনিয়র রোভার মেট—মারফিফুল আলম রিমন ও নাইমুর রহমান বেনজিন—কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “স্কাউট আন্দোলন হচ্ছে এক অনন্য মানবিক শিক্ষা। এটি কেবল একটি সংগঠন নয়, বরং আত্মশৃঙ্খলা, নৈতিকতা ও নেতৃত্বগুণ বিকাশের এক প্রশিক্ষণ ক্ষেত্র। স্কাউটিং মানুষকে করে তোলে আত্মনির্ভরশীল, সেবামূলক ও দেশপ্রেমে উদ্বুদ্ধ। শিক্ষার্থীদের উচিত এই সংগঠনের মাধ্যমে নিজেদের মেধা, মনন ও মানসিক শক্তিকে জাতির কল্যাণে কাজে লাগানো। লর্ড ব্যাডেন পাওয়েলের দীক্ষা আমাদের শেখায়, ‘নিজের চেয়ে অন্যের সেবা করাই জীবনের শ্রেষ্ঠ কাজ’। আমি বিশ্বাস করি, পবিপ্রবি’র রোভাররা সেই আদর্শে দীক্ষিত হয়ে সমাজে মানবিক পরিবর্তনের বার্তা বয়ে আনবে।”
তিনি আরও বলেন, “একজন প্রকৃত রোভার কখনও দায়িত্ব থেকে পিছু হটে না। সংকট, দুর্যোগ কিংবা যে কোনো সামাজিক প্রয়োজনে তারা এগিয়ে আসে। আমাদের তরুণ প্রজন্ম যদি স্কাউটিংয়ের নীতি ও মূল্যবোধ অন্তরে ধারণ করে, তবে তাদের দ্বারা এই সমাজ, এই দেশ আরও সুন্দর ও সুশৃঙ্খল হবে।”
অনুষ্ঠানের শেষ পর্বে নবীন রোভার সহচরদের হাতে ওরিয়েন্টেশন সার্টিফিকেট তুলে দেওয়া হয়। প্রাণবন্ত সঙ্গীত, কৃতজ্ঞতা প্রকাশ ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
পবিপ্রবি রোভার স্কাউট ইউনিটের এই আয়োজন প্রমাণ করেছে—নবীন ও সিনিয়রদের সম্মিলিত প্রয়াসেই গড়ে ওঠে সেবা, নেতৃত্ব ও মানবিকতার এক আলোকিত পরিবার।



