অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় ঝালকাঠি সদর উপজেলায় কমিউনিটি বেইজড ভার্মিকম্পোষ্ট উৎপাদন।
গত ১৫ আগস্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অঞ্চলে নব যোগদানকৃত সম্মানিত অতিরিক্ত পরিচালক জনাব মো: রফিকুল ইসলাম ভার্মিকম্পোষ্ট উৎপাদন প্রদর্শনী পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত পরিচালকের সাথে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার উপ-পরিচালক জনাব মো: মনিরুল ইসলাম, অতিরিক্ত উপ পরিচালক (শস্য) জনাব ইসরাত জাহান মিলি, এসএসিপি (রেইনস) প্রকল্পের রিজিনাল কো অর্ডিনেশন অফিসার জনাব মো: তাজুল ইসলাম, পার্টানার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার জনাব ফাহিমা হক, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের মনিটরিং অফিসার জনাব মেহের মালিকা, ঝালকাঠি সদর এর উপজেলা কৃষি অফিসার জনাব আলী আহম্মদ, কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মোঃ রাসেল-মনির, এসএপিপিও জনাব ফনি ভূষন ঢালী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ আল আমিন। এ সময় প্রধান অতিথি জনাব মোঃ রফিকুল ইসলাম কৃষকদের ভার্মি কম্পোষ্ট ব্যবহারে উৎসাহিত করেন এবং প্রকল্প সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস, ঝালকাঠি সদর এবং উদ্যোক্তা কৃষককে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ভার্মিকম্পোষ্ট উৎপাদনে লাল রং কেঁচো (এসিনা ফেটিডা) এবং গোবর ব্যবহার করা হয়।