Thursday, December 5, 2024
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureদুমকীতে মাটি পরীক্ষা ও সার সুপারিশ কার্ড বিতরণ

দুমকীতে মাটি পরীক্ষা ও সার সুপারিশ কার্ড বিতরণ

Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিনিধি : পটুয়াখালীর দুমকীতে মাটি পরীক্ষা পূর্বক সার সুপারিশ কার্ড বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সহায়তায় দুমকী উপজেলায় সার সুপারিশ কার্ড বিতরণ ও কৃষক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) বরিশাল বিভাগীয় কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মামুনুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসআরডিআই বিভাগীয় গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম আমিনুল ইসলাম আকন, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও এএমএসটিএল কর্মসূচীর সমন্বয়ক একেএম জগলুল পাশা, পটুয়াখালী আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আশিক এলাহী এবং দুমকী উপজেলা কৃষি অফিসার মো. ইমরান হোসেন।

বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ কায়েস মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসআরডিআই পটুয়াখালীর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও টিম কীর্তনখোলার দলনেতা কাজী আমিনুল ইসলাম।

‘মাটি পরীক্ষা করে সার দিন, সারের অপচয় কমিয়ে অধিক ফসল ঘরে নিন’ এই স্লোগানকে সামনে রেখে চলতি রবি মৌসুমে এসআরডিআইর ১০টি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের মাধ্যমে সারাদেশে চলছে কৃষক সেবা কার্যক্রম। এর অংশ হিসেবে দুমকী উপজেলায় দক্ষিণের ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার (এমএসটিএল) কীর্তনখোলার উদ্যোগে এই সার সুপারিশ কার্ড বিতরণ এবং কৃষক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

কৃষক পর্যায়ে গণসচেতনতার লক্ষ্যে বরিশাল বিভাগের ৪ উপজেলায় এই কার্যক্রম গত ১৭ নভেম্বর শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। উপজেলাগুলো হলো: নেছারাবাদ, গৌরনদী, দুমকী ও বরগুনা সদর। কর্মসূচিতে মাত্র ২৫ টাকার বিনিময়ে মাটি পরীক্ষার সুবর্ণ সুযোগ পাচ্ছেন চাষিরা; যার প্রকৃত খরচ ৪শ’ ৪০ টাকা। বাকি ৪ শ’ ১৫ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। মাত্র ২৫ টাকায় কৃষক ফসলি জমির মাটি পরীক্ষা করতে পেরে অত্যন্ত আনন্দিত ও উচ্ছসিত।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments