Monday, January 13, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureবরগুনায় সার সুপারিশ কার্ড বিতরণ

বরগুনায় সার সুপারিশ কার্ড বিতরণ

Print Friendly, PDF & Email

নাহিদ বিন রফিক (বরিশাল): বরগুনা সদরে কৃষকদের মাঝে সার সুপারিশ কার্ড বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষ্যে ২ ডিসেম্বর (সোমবার) মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) উদ্যোগে উপজেলা কৃষি অফিসের হলরুমে এক কৃষক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক আবু সৈয়দ মো. জোবায়দুল আলম।  
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসআরডিআই, বরিশালের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএফএম মামুন, ডিএইর অতিরিক্ত উপপরিচালক মো. বদরুল আলম,  এসআরডিআই, পটুয়াখালীর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আশিক এলাহী এবং  বরগুনা সদরের উপজেলা কৃষি অফিসার সানজিদ আরা শাওন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসআরডিআই, পটুয়াখালীর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী আমিনুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এসআরডিআইর বৈজ্ঞানিক কর্মকর্তা মো. কায়েস মাহমুদ।
 
কৃষক পর্যায়ে গণসচেতনতার লক্ষ্যে চলতি মৌসুমে বরিশাল বিভাগের ৪ উপজেলায় মাটি পরীক্ষার মাধ্যমে কৃষকদের সার সুপারিশ কার্ড দেয়া হয়। উপজেলাগুলো হলো: নেছারাবাদ, গৌরনদী, দুমকী ও বরগুনা সদর। কর্মসূচিতে মাত্র ২৫ টাকার বিনিময়ে মাটি পরীক্ষার সুবর্ণ সুযোগ পাচ্ছেন চাষিরা; যার প্রকৃত খরচ ৪শ’ ৪০ টাকা। বাকি ৪ শ’ ১৫ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। মাত্র ২৫ টাকায়  ফসলি জমির মাটি পরীক্ষা করতে পেরে কৃষকরা সন্তোষ প্রকাশ করেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments