Friday, March 28, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureকীটনাশক ব্যবসায়ী নেটওয়ার্কিং বাস্তবায়নে ফরিদপুরে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

কীটনাশক ব্যবসায়ী নেটওয়ার্কিং বাস্তবায়নে ফরিদপুরে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email

ফরিদপুর প্রতিনিধি: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার অর্থায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চল ফরিদপুরের সহযোগিতায় বুধবার (১৮ ডিসেম্বর) এসডিসি কনফারেন্স রুমে দিনব্যাপি কীটনাশক ব্যবসায়ী নেটওয়ার্কিং বাস্তবায়নে ফরিদপুরে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক, মো. মঞ্জুরুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাদারিপুরের উপপরিচালক, ড. সন্তোষ চন্দ্র চন্দ। স্বাগত বক্তব্য এবং কী-নোট উপস্থাপনা করেন- প্রোগ্রাম এবং অপারেশন স্পেশালিস্ট (এফএও) এর কর্মকর্তা, হাবিবুর রহমান শিকদার।

কারিগরি সেশন পরিচালনা করেন- প্রাজেক্ট কো-অডিনেশন এ্যাসিন্টেন্ট (এফএও) এর কর্মকর্তা, কৃষিবিদ সমীরণ কুমার সিংহ। তিনি কীটনাশক ডিলারদের ডাটাবেজ তৈরির বিষয়ে আলোচনা করেন।

প্রধান অতিথি মহোদয় বলেন- ক্ষতিকর কীটনাশককে না বলুন: আপনার স্বাস্থ্য, আপনার পরিবার এবং আপনার ফসল রক্ষা করুন। আমরা সকলেই মানুষ আর আমাদের বেঁচে থাকার প্রথমে প্রয়োজন খাদ্যের। বাংলাদেশে দিনদিন কীটনাশকের ঝুকি হ্রাস পাচ্ছে। নিরাপদ খাদ্যের জন্য আমাদের কীটনাশকের ব্যবহার কমিয়ে দিয়ে এর পরিবর্তে আমাদের জৈব বালাইনাশক ব্যবহার করার জন্য কৃষকদের পরামর্শ দিতে হবে। বর্তমান যে ক্যান্সরের মতো জটিল রোগ বৃদ্ধি পাচ্ছে সেটার কারণ হচ্ছে ফসলের জমিতে অতিরিক্ত মাত্রায় কীটনাশক ব্যবহার। দেশে ক্যান্সার আক্রান্ত রোগির মধ্যে ৪৪ শতাংশ কৃষক। সেই জন্য জৈব বালাইনাশক আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বালাইনাশক ব্যবহারের সময় আমাদের সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করতে হবে কৃষকরে মাঝে উক্ত বার্তা পৌঁছে দিতে হবে। কীটনাশক ডিলারদের একটা নেটওয়ার্ক এর মধ্যে নিয়ে আসতে হবে এবং দোকানে কমপক্ষে ১০ ভাগ জৈব বালাইনাশক রাখতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক, মো. শাহাদুজ্জামান; রাজবাড়ির উপপরিচালক, ড. মো. শহিদুল ইসলাম; শরিয়তপুরের উপপরিচালক, মোস্তফা কামাল হোসেন।

কর্মশালায় ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, অতিরিক্ত উপপরিচালক, উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, কৃষক এবং কীটনাশক ডিলারসহ শতাধিক অংশগ্রহন করেন। উপস্থাপনা করেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নগরকান্দার, অতিরিক্ত কৃষি অফিসার, মুনমুন সাহা।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments