Friday, April 18, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureবরিশাল সদর উপজেলার তিলকে লতিরাজ কচু চাষে সাফল্য

বরিশাল সদর উপজেলার তিলকে লতিরাজ কচু চাষে সাফল্য

Print Friendly, PDF & Email

বরিশাল প্রতিনিধি: অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় বরিশাল সদর উপজেলার তিলকে স্যাঁতস্যাতে জমিতে কচু জাতীয় সবজি চাষ করেছেন মোঃ ফারুক আলম খান। নিজ জমিতে প্রায় ৩০ শতাংশ জমিতে প্রথমবারের মতো কচু চাষ করেছেন।

উপজেলা কৃষি অফিসের সহায়তা ১০ শতাংশ জমিতে বারি লতিরাজ কচু-১ চাষ করেন এবং পরবর্তীতে তিনি নিজে উৎসাহী হয়ে আরো ১৭ শতাংশ জমিতে বারি লতিরাজ কচু ১, নিউটন কচু ও বোম্বাই লতিরাজ কচুর আবাদ করেন। চাষী মোঃ ফারুক আলম খুবই আশাবাদী তিনি এই কচু চাষ করে অন্য ফসলের চেয়ে বেশি লাভবান হবেন। ইতোমধে লতি বিক্রি শুরু করে দিয়েছেন। তিনি আরো বলেন এই জমিটি প্রায়ই পতিত থাকতো। উপজেলা কৃষি অফিসের সহয়তা এটি এখন চাষের আওতায় এসেছে। 

উপজেলা কৃষি অফিসার উত্তম ভৌমিক জনান, আমরা  নিরলসভাবে কাজ করে যাচ্ছি বরিশাল সদর উপজেলার কোন জমি যাতে পতিত না থাকে। তিনি আরো বলেন তিলক ব্লকে একটি স্যাতস্যতে পতিত জমিতে আমরা লতিরাজ কচু চাষ করে সফল হয়েছি এবং কৃষক লাভবান হচ্ছে।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাসেল-মনির বলেন, কচু একটি পুষ্টি চাহিদা সম্পন্ন সবজি। কচুতে ভিটামিন এ এবং প্রচুর পরিমানে লৌহ আছে। আমরা কচু চাষে কৃষকদের উৎসাহিত করছি। উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আলিমুর রাজি সার্বক্ষণিক সকল ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন। আমরা আশা করি এলাকার মানুষ এই কচুর আবাদ দেখে নিজেরাই পরবর্তী আবাদ করবে এবং কচুর উৎপাদন এই অঞ্চলে বৃদ্ধি পাবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments