Sunday, November 16, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureলালমনিরহাটে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

লালমনিরহাটে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email

লালমনিরহাট প্রতিনিধি: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় লালমনিরহাট সদর উপজেলা কৃষি সম্প্রসারণ  অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) উপজেলার পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে উপজেলার ৯ টি ইউনিয়নের বিভিন্ন পার্টনার গ্রুপের  কৃষক কৃষাণীরা ও সাধারণ কৃষক অংশগ্রহণ করে। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। 

লালমনিরহাট সদর উপজেলা কৃষি অফিসার  খন্দকার সোহায়েল আহমেদ এর  সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি লালমনিরহাটের উপপরিচালক ড.সাইখুল আরিফিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পার্টনার প্রকল্পের রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়, লালমনিরহাট সদর  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাস। আরও উপস্থিত ছিলেন   অতিরিক্ত কৃষি অফিসার এ কে এম ফরিদুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইলিয়াস হোসেন নয়ন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা কৃষক ও অতিথিদের জানান, পার্টনার প্রোগ্রামের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন, খাদ্যের পুষ্টি ও গুণাবলী, কৃষিভিত্তিক উদ্যোক্তা গড়ে তোলা, কৃষিতে যন্ত্রের ব্যবহার এবং লাগসই ও টেকসই উৎপাদন ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেন। বক্তার আরও বলেন  এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে গ্রামীণ কৃষি অর্থনীতিকে শক্তিশালী করা এবং কৃষকদের জীবনমান উন্নয়ন।

স্থানীয় কৃষকদের অংশগ্রহণে দুটি স্টলের মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদন প্রযুক্তি ও প্যাকেজিং এবং উচ্চফলনশীল  আধুনিক ধানের জাতের পরিচিতি এবং ধানের নমুনা প্রদর্শন করা হয়। এছাড়াও সবজি বা ফসলের জমিতে বিষ প্রয়োগের সঠিক নিয়ম এবং ফসলের জমিতে কীটনাশক অথবা ছত্রাক নাশক প্রয়োগের সময় নিরাপদ পোশাক পরিধানের বিষয়ে কৃষকদের অবহিত করা হয়। মানবদেহ ও পরিবেশের জন অপেক্ষাকৃত কম ক্ষতিকর জৈব বালাইনাশক এর ব্যবহার এবং এগুলোর পরিচয় করানো করা হয় কৃষকদের মাঝে। 

লালমনিরহাট সদর উপজেলার কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ বলেন, পার্টনার প্রোগ্রামের আওতায় কৃষকরা ১০ প্রজাতির সবজি এবং ৫ প্রজাতির ফল এর চাষ করবে। এই অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন কৃষক গ্রুপের সদস্যরা একে অপরের সাথে পরিচিত হবে এবং নিজেদের গ্রুপের কার্যক্রম সম্পের্ক একে অপরকে অবহিত করবে। আমরা নতুন ফসলের জাত ও আধুনিক কৃষি যন্ত্রের বিষয় তাদের ধারণা দেব এতে তাদের দক্ষতা এবং জ্ঞানের পরিধি বাড়বে। 

কৃষক প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে মহেন্দ্রনগর ইউনিয়নের তেলীপাড়া পার্টনার কৃষক সেবা কেন্দ্রের সদস্য রাধিকা রাণী  এবং গবাই পার্টনার কৃষক সেবা কেন্দ্রের কৃষক  মাহবুব রহমান বক্তব্য রাখেন। তারা বক্তব্যে তাদের গ্রুপের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন এবং ফসলের ক্ষতিকর ও উপকারী পোকা মাকড় দমনের বিভিন্ন কৌশল সম্পর্কে বক্তব্য রাখেন। 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments