নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ গম ও ভুট্টা গবেষনা ইনস্টিটিউট, দিনাজপুর এর আয়োজনে “বার্ষিক গবেষণা পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মসূচি প্রণয়ন কর্মশালা ২০২৫” বিষয়ে ০৬ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠান ১৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ইনস্টিটিউটের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন জনাব মো. আবু জুবাইর হোসেন বাবলু, অতিরিক্ত সচিব, গবেষণা অনুবিভাগ, কৃষি মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মো. আব্দুল হাকিম, পরিচালক (প্রশাসন ও অর্থ), বিডাব্লিউএমআরই, ড. মো. মাহফুজ বাজাজ, পরিচালক (পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর), বিডাব্লিউএমআরই, মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, ডিএই, রংপুর অঞ্চল এবং মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, ডিএই, দিনাজপুর অঞ্চল।
উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড. সলাহউদ্দিন আহমেদ, মহাপরিচালক, বিডাব্লিউএমআরই, দিনাজপুর। অনুষ্ঠানে বিডাব্লিউএমআরই এর প্রধান ও আঞ্চলিক কার্যালয়ের বিজ্ঞানী, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি, বীজ প্রত্যয়ন এজেন্সির কর্মকর্তাবৃন্দ, বেসরকারী বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান, এনজিও প্রতিনিধি, কৃষক প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গম ও ভুট্টা গবেষণার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. মাহফুজ বাজ্জাজ, পরিচালক (পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর), বিডাব্লিউএমআরই। প্রতিষ্ঠানটি দেশে গম ও ভুট্টার টেকসই উৎপাদন বৃদ্ধির জন্য উচ্চফলনশীল ও জলবায়ুর পরিবর্তন সহনশীল জাত ও প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠানটি এ পর্যন্ত গমের ৩৮টি ও হাইব্রিড ভুট্টার ২০টি জাত উদ্ভাবন করেছে। এর মধ্যে গত ২০২৪ সালে বিডাব্লিউএমআরই গম ৫ নামে ব্রাস্ট প্রতিরোধী জাত উদ্ভাবন করে। প্রতিষ্ঠানটি ২০২২ সালে বিডাব্লিউএমআরই হাইব্রিড ভুট্টা ২ নামে একটি হাইব্রিড ভুট্টার জাত উদ্ভাবন করে। এ জাতটি প্রচলিত যেকোন বানিজ্যিক জাতের সমান ফলন দিতে সক্ষম। বিডাব্লিউএমআরই হাইব্রিড ভুট্টা ৩ নামে আরেকটি হাইব্রিড ভুট্টার জাত অবমুক্তির অপেক্ষায় রয়েছে। প্রতিষ্ঠানটি গমের ব্লাস্ট রোগ প্রতিরোধী জাত ও এ রোগের সমন্বিত দমন ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবন করেছে। এছাড়া ভুট্টার ফল আর্মি ওয়ার্ম পোকা ও ফিউজারিয়াম স্টকরট রোগের সমন্বিত দমন ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবন করেছে। গম ও ভুট্টা ক্ষেতে আগাছা দমন ব্যবস্থাপনাসহ ফলন বৃদ্ধির জন্য অন্যান্য ফসল ব্যবস্থাপনার লাগসই প্রযুক্তি উদ্ভাবন করেছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি বীজ উৎপাদকারী প্রতিষ্ঠানকে গম ও ভুট্টার প্রজনন বীজ সরবরাহ করছে। গম ও ভুট্টার টেকসই উন্নয়নে প্রতিষ্ঠানটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি গবেষণা প্রতিষ্ঠান এবং বিভিন্ন এনজিওর সহযোগিতায় উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহ সম্প্রসারণে কাজ করছে।
১৪-১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ৫ দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন কারিগরি সেশনে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ প্রতিথযশা বিজ্ঞানীর উপস্থিতিতে বিডাব্লিউএমআরই এর প্রধান ও আঞ্চলিক কার্যালয়ে গত ১ বছরে সম্পাদিত গবেষণার ফলাফল উপস্থাপন ও বিস্তারিত আলোচনা করা হবে। কর্মশালা শেষে বিশেষজ্ঞ মতামত ও অংশীজনের প্রদত্ত মতামতের ভিত্তিতে আগামী বছরের গবেষণার কর্মসুচি চূড়ান্ত করা হবে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাংলাদেশে গম ও ভুট্টার আবাদ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। কর্মশালায় উপস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি এ ব্যপারে নির্দেশনা প্রদান করেন।