Thursday, October 9, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureরাজশাহীতে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীতে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের (২য় সংশোধিত) আওতায় ২০২৫-২৬ অর্থ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বিগত ২০২৪-২৫ অর্থবছরের মাঠ পর্য়ায়ের বাস্তবায়িত কার্যক্রম পর্যায়ের বাস্তবায়িত কার্য়ক্রম পর্যালোচনা বিষয়ক ১ দিনের আঞ্চলিক কর্মশালা শনিবার ১৩ সেপ্টেম্বর রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

কৃষি মন্ত্রণালয়াধীন প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাদের অংশগ্রহণে দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কৃষি সম্প্রসাররণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইং এর পরিচালক কৃষিবিদ মো: হাবিবউল্লাহ্ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মো: মোতালেব হোসেন, ঢাকা কৃষি সম্প্রসাররণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইং এর উপপরিচালক কৃষিবিদ মো: মুরাদুল হাসান, উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম। কর্মশালায় সভাপতিত্ব করেন রাজশাহী অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো: আজিজুর রহমান।

কর্মশালা স্বাগত বক্তব্য উপস্থাপন করে রাজশাহী আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. এসএম হাসানুজ্জামান তিনি পাওয়ার পয়েন্টর মাধ্যমে জানান উচ্চমূল্যের সবজি উৎপাদনের জন্য পলিনেট হাউজ স্থাপন করা হয়েছে ১০০ টি, শাকসবজি ফলমূল সংরক্ষণের জন্য মিনি কোল্ড স্টোরেজ স্থাপন কারা হয়েছে ৯টি, ৮৬ হাজার ২২০ জন কৃষক কৃষাণি প্রশিক্ষিত হয়েছে, কর্মকর্তা প্রশিক্ষিত হয়েছে, মেলা হয়েছে ২০১ টি এই প্রকল্পের মাধ্যমে। এছাড়া প্রকল্পের কার্য়ক্রম তুলে আলোচনা করেন।

প্রধান অতিথি বলেন, রাজশাহীতে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যেমে আধুনিক প্রযুক্তি বিস্তারের মাধ্যমেই ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি ও শস্যের বহুমূখীকরণ প্রযুক্তি সম্প্রসারণ বৃদ্ধি হয়েছে। রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প কৃষকদের মাঝে নতুন নতুন যুগোপযোগী প্রযুক্তি ছড়িয়ে দিচ্ছে। ফলে প্রকল্প এলাকায় উচ্চ মূল্যের নিরাপদ ফসল উৎপাদন হচ্ছে। আয় বৃদ্ধির মাধ্যমে কৃষকরা হচ্ছেন সাবলম্বী। তিনি আরো বলেন, আধুনিক প্রযুক্তি সকল পর্যায়ে বিস্তারের জন্য আরো প্রশিক্ষিত জনবল করতে পারলে উৎপাদন আরো বাড়বে। এতে আয় বর্ধনমূলক কর্মকান্ড ও দক্ষতা বৃদ্ধি পাবে। প্রযুক্তি হস্তান্তরে কৃষি মন্ত্রণালয়াধীন সকল দপ্তরসমূহের সমন্বয়ের প্রতি গুরুত্বারোপ করেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments