নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা ও ফুলপুর উপজেলায় পরিষদ হল রুমে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চীনাবাদাম, ও শীতকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদণ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রবিবার (০২ নভেম্বর) বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরনের উদ্ভোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার, তারাকান্দা, ময়মনসিংহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. সালমা লাইজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. এনামুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার তারাকান্দা, ময়মনসিংহ অনুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন। প্রধান অতিথি বলেন যে, আমাদের মাটির স্বাস্থ্য ভাল নেই তাই আমাদের যে কোন মূল্যে মাটির স্বাস্থ্য ফিরিয়ে আনতে হবে। এ জন্য আমাদের পরিমিত পরিমানে রাসায়নিক সার ব্যবহার করতে হবে। বেশি পরিমানে জৈব সার ব্যবহার করতে হবে। তরল সার ও জীবানু সার ব্যবহার করতে হবে। সরিষার জমিতে সরিষার হরলিক্স্র ব্যবহার করতে হবে। তাহলে সরিষার ফলন বেশি হবে। সরিষার আবাদ বাড়াতে হবে। সরিষার তেল খাওযার অভ্যাস আমাদের মাঝে গড়ে তুলতে হবে। সরিষা ক্ষেতে মৌমাছি বসার ব্যবস্থা করতে হবে। তাহলে সরিসার ফলন বৃদ্ধি পাবে।
তারাকান্দা উপজেলার বিভিন্ন ব্লক থেকে ১৬২০ জন এবং ফুলপুর উপজেলা থেকে ২১৬০ চাষিকে লটারির মাধ্যমে নির্বাচন করে তাদের মাঝে বিনা মূল্যে প্রতি জন চাষিকে ১ বিঘা জমির জন্য উন্নত জাতের এক কেজি সরিষার বীজ ও ১০ কেজি ডিএপি ও ১০ কেজি পটাশ সার বিতরণ করা হয়।



