Tuesday, November 18, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureপাবনা সদরে ১০৪৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পাবনা সদরে ১০৪৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিনিধি: পাবনা সদর উপজেলায় ১০৪৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সোমবার (০৩ নভেম্বর, ২০২৫) এ প্রণোদনা বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা।

প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক বলেন, আমাদের দেশের কৃষকরা অনেক পরিশ্রমী। নতুন ও আধুনিক কৃষি প্রযুক্তি সাদরে গ্রহণ করেন। ফসল ফলিয়ে দেশের সকল মানুষের খাদ্য চাহিদা পূরণ করছেন। তাই সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও সবজির বীজ বিতরণ করা হচ্ছে। আপনারা এই বীজ এবং সার দিয়ে মাঠে ফসল উৎপাদন করবেন। বিনামূল্যে পাওয়া বীজ এবং সারের উপহার অপব্যবহার না করা ও প্রতিটি জমিকে ফসল আবাদে সঠিক ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মেহেদী হাসান, উপজেলা নির্বাহী অফিসার, পাবনা সদর, পাবনা। এ সময় তিনি বলেন, কৃষকরায় দেশ গড়ার কারিগর। উৎপাদনের ধারাবাহিকতা রক্ষায় নিয়মকানুন মেনে চাষাবাদ এবং ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

কৃষিবিদ শৈলেন কুমার পাল, কৃষি সম্প্রসারণ অফিসার এর সঞ্চালনা করেন বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য), ডিএই, পাবনা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষিবিদ জাকিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার, পাবনা সদর, পাবনা। এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা সদর উপজেলার সকল উপসহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রবি ২০২৫-২৬ মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পাবনা সদর উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১০৪৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে এ বীজ ও সার প্রদান করা হয়। এ সময় ৫৫০০ জন সরিষা চাষীর প্রতিজনকে ০১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ এমওপি সার; ৩০০০ জন গম চাষীর প্রতিজনকে ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ এমওপি সার; ৭০০ জন মসুর চাষীর প্রতিজনকে ০৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ০৫ এমওপি সার; ৬৫০ জন পেঁয়াজ চাষীর প্রতিজনকে ০১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ এমওপি সার; ৩০০ জন খেসারি চাষীর প্রতিজনকে ০৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ০৫ এমওপি সার; ২৫০ জন চিনা বাদাম চাষীর প্রতিজনকে ১০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ০৫ এমওপি সার; ৪০ জন অড়হর চাষীর প্রতিজনকে ০২ কেজি বীজ, ০৫ কেজি ডিএপি ও ০৫ এমওপি সার এবং ৪০ জন সূর্যমুখী চাষীর প্রতিজনকে ০১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ এমওপি সার প্রদান করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments