Friday, July 11, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureবরিশালে গ্রামীণ পরিবারের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বরিশালে গ্রামীণ পরিবারের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে গ্রামীণ পরিবারের খাদ্য ও পুষ্টি নিরাপত্তার জন্য বারি উদ্ভাবিত বসতবাড়িভিত্তিক মডেল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (৫ জুলাই) শহরতলীর রহমতপুরে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের হলরুমে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) সরেজমিন গবেষণা বিভাগ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। বিশেষ অতিথি ছিলেন ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. ছালে উদ্দিন, এফএওর রেইনস প্রজেক্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সানতোনু আবি, এবং আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু। সভাপতিত্ব করেন বারির সরেজমিন গবেষণা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাযহারুল আনোয়ার।


অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বারির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রবিউল আলম, রেইনস প্রকল্পের আঞ্চলিক প্রকল্প কর্মকর্তা মো. তাজুল ইসলাম, বারির ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মামুনুর রশিদ সরকার, ভোলার বোরহানউদ্দিন উপজেলার লীড ফার্মার ইসরাত জাহান, সাতক্ষীরার লীড ফার্মার রোকসানা আক্তার প্রমুখ। কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বারি, কৃষি তথ্য সার্ভিস ও এফএওর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং পটুয়াখালী, বরগুনা, ভোলা, রাজবাড়ি ও সাতক্ষীরার কৃষক মিলে ১০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।


কর্মশালায় প্রধান অতিথি বলেন, দিন দিন মানুষ বাড়ছে। কমছে জমির পরিমাণ। তাই অতিরিক্ত খাদ্যের চাহিদা মেটাতে পতিত জমি কাজে লাগাতে হবে। আমাদের বসতবাড়ির কিছু জায়গা ফাঁকা পড়ে থাকে, সেগুলো চাষের আওতায় আনার সুযোগ আছে। এসব স্থানে বসতবাড়িভিত্তিক মডেল অনুসরণ করে সারাবছর শাকসবজি চাষ করা যায়। পাশাপাশি উৎপাদন করা যায় বিভিন্ন মৌসুমি ফল। আর তা বাস্তবায়ন হলে পরিবারের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে। বাড়তি ফসল বিক্রি করে পাওয়া যাবে কিছু নগদ অর্থ। এতে কৃষকের জীবনমানেরও উন্নয়ন হবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments