নিজস্ব প্রতিনিধিঃ মেহেরপুরে তুলা চাষ উদ্বুদ্ধকরণ ও তুলার প্রণোদনা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (০৫ জুলাই) তুলা উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গার আয়োজনে ২০২৪-২৫ মৌসুমে চুয়াডাঙ্গা জোনের জিনিং কেন্দ্র মেহেরপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক কৃষিবিদ ড. মো: ফখরে আলম ইবনে তাবিব, বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সিসিডিও কৃষিবিদ সেন দেবাশীষ এবং মেহেরপুরের তুলা উন্নয়ন কর্মকর্তা এস এম ইজাজুল ইসলাম। সভাপতিত্ব করেন তুলা উন্নয়ন বোর্ড যশোর অঞ্চলের উপপরিচালক ড. কামরুল হাসান।

অনুষ্ঠানে নির্বাহী পরিচালক বলেন, যেহেতু তুলা ফসলে সরকার এ বছর প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণের ব্যবস্হা করছে, তাই কৃষকদের উচিত এ উপকরণের যথাযোগ্য ব্যবহারের মাধ্যমে তুলা র আবাদ বৃদ্ধি করা এবং সঠিক ভাবে উপকরণের ব্যবহার নিশ্চিত করা। উপপরিচালক বলেন, তুলার সাথে লাভজনক মসলা জাতীয় ফসল বা পেঁয়াজের সাথে তুলা আবাদ কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে চাষিদের ভিতর আগ্রহ বৃদ্ধি করা। সিসিডিও বলেন, এ প্রণোদনার মাধ্যমে চাষীরা লাভবান হবে এবং আগামীতে আরো তুলা চাষ বৃদ্ধি পাবে এবং এ প্রণোদনার উপকরণ সমূহ যেমন বীজ, সার, কীটনাশক, ছত্রাকনাশক ও পিজেআর এর ব্যবহার সঠিক সময়ে ও সঠিক ভাবে ব্যবহার করতে হবে, তাহলে কৃষক লাভবান হবে, দেশ সমৃদ্ধি হবে এবং সরকারের এ উপহার আগামীতে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এ বছর মেহেরপুর জেলায় ৩৪৫০ জন চাষীর মাঝে এ উপকরন বিতরন করা হবে।