হাবিপ্রবি প্রতিনিধি: বিদ্যমান কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ প্লাটফর্মের সাথে সংহতি প্রকাশ করে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে নূন্যতম ৫ শতাংশ কোটা রেখে বাকি সকল কোটা বাতিলের এক দফা দাবিতে এই অবরোধ করেন শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১২টার দিকে হাবিপ্রবির প্রধান ফটক সংলগ্ন ঢাকা-দিনাজপুর মহাসড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। এসময় তাঁরা প্রায় আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন।
এর আগে, বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করে। এসময় তাঁরা বক্তব্য রাখেন এবং ‘মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগানে উত্তপ্ত হয়ে উঠে পুরো ঢাকা -দিনাজপুর মহাসড়ক।
কোটা সংস্কার আন্দোলন বিষয়ে সুজন রানা বলেন, ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে আজ আমরা ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছি। আমরা দিনব্যাপী আন্দোলন চলমান রাখবো। কোটা পদ্ধতির সংস্কার না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাবো। আমাদের ১ দফা দাবি ৫৬% কোটাকে ৫% এ নামিয়ে আনতে হবে।’
উল্লেখ্য, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ১৮ সালের পরিপত্র বহাল এবং কোটা সংস্কারের দাবিতে এক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।