Friday, March 28, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusগণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর বাকৃবি শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর বাকৃবি শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

Print Friendly, PDF & Email

বাকৃবি প্রতিনিধি: কোটা সংস্কারের দাবিতে সারা বাংলাদেশের ছাত্রসমাজের সাথে একাত্মতা প্রকাশ করে গণ পদযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে ওই পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের ১৩টি হল, কে.আর মার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এরপর দুপুর ৩টায় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে রাষ্ট্রপতি বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন। 

আন্দোলনে শিক্ষার্থীরা জানান, আমাদের সারা বাংলার ছাত্রছাত্রীবৃন্দদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনের এক দফা এক দাবিকে অনেকেই ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করতেছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে সারাদেশের সকল বিশবিদ্যালয় ও কলেজে গণ-পদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়া ঢাকায় রাষ্ট্রপতি বরাবর ও অন্যন্য জেলায় জেলা প্রশাসক বরাবর স্নারকলিপি প্রধান করা আজকের কর্মসূচির অংশ। 

গণ পদযাত্রা শেষ হবার পর দুপুর ৩টার সময় আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং আন্দোলনরত শিক্ষার্থীদের স্বাক্ষরসহ একটি স্মারক লিপি রাষ্ট্রপতি বরাবর প্রেরণের জন্য ময়মনসিংহ জেলা প্রশাসক(ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর নিকট জমা দেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments