Thursday, December 5, 2024
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusকোটা আন্দোলনকারীদের সাথে হাবিপ্রবি ছাত্রলীগের সংঘর্ষ

কোটা আন্দোলনকারীদের সাথে হাবিপ্রবি ছাত্রলীগের সংঘর্ষ

Print Friendly, PDF & Email

হাবিপ্রবি প্রতিনিধি: কোটা আন্দোলনকারীদের সাথে দফায় দফায়  হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ছাত্রলীগের সাথে ধাওয়া -পাল্টা -ধাওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বটতলায় মহাসড়কের উপর এই ধাওয়া -পাল্টা ধাওয়া সংঘঠিত হয়।

তার পূর্বে বেলা ২ টার সময় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে হাবিপ্রবি ছাত্রলীগ। অপরপক্ষে বেলা ৩ টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ করে হাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা। এ সময় কোটা সংস্কার আন্দোলন কারীরা বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।অপরদিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে শ্লোগান দিতে থাকেন হাবিপ্রবি ছাত্রলীগ। ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে পরিবেশ।

হাবিপ্রবি  প্রক্টর অধ্যাপক ড. মোঃ মামুনুর রশিদ  ও হাবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহাবুব হোসেন সহ বিভিন্ন শিক্ষক কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের রাস্তা খুলে দিতে বলেন। এসময় তারা তাদের দাবির কথা তুলে ধরেন। রাস্তা ছেড়ে না দেওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের সাথে কথা বলতে আসেন। কথা বলার এক পর্যায়ে চরম উত্তেজনা বিরাজ করে। উত্তেজনার এক পর্যায়ে শুরু হয় ধাওয়া -পাল্টা -ধাওয়া। ধাওয়া পাল্টা-ধাওয়ার সময় তারা ইট পাটকেল নিক্ষেপ  করেন। এতে পুলিশ, সাংবাদিক সহ প্রায় ৩০ জন আহত হয়েছেন। 

প্রায় ঘন্টা দুয়েক চলতে থাকে এমন ধাওয়া -পাল্টা-ধাওয়া। এমন ঘটনায় আতঙ্ক বিরাজ করেছে বিশ্বিবদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ জনমানুষের মনে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments