ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। রোববার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৮৫তম (বিশেষ) সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় রেজিস্টার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কোনো প্রকার রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকিতে পারিবেন না। অর্থাৎ আজ রবিবার থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় সকল ধরনের ছাত্র রাজনীতি ও পেশাজীবী সংগঠনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো।