ববি প্রতিনিধি: দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহাম বড় পীর হজরত আবদুল কাদির জিলানী (রহঃ) এর ওফাত দিবস উপলক্ষে ৯ দিনের ছুটি শেষে রবিবার পুরোদমে খুলছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) দাপ্তরিক কার্যক্রম এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু সোমবার থেকে ।
এর আগে রেজিস্ট্রার মনিরুল ইসলামের সাক্ষরিত এক নোটিশে গত ৯ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয় এবং ৯ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ক্লাস কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়। তবে এ সময়ে শিক্ষার্থীদের আবাসিক হল খোলা রাখা হয়।
আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী সোমবার (২১ অক্টোবর) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষের ক্লাস শুরু হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগসমূহকে ক্লাস শুরুর বিষয়ে ঘোষনা দেওয়া হয়।