Friday, March 28, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusনতুনের আগমনে রং তুলিতে সেজেছে  ববি ক্যাম্পাস 

নতুনের আগমনে রং তুলিতে সেজেছে  ববি ক্যাম্পাস 

Print Friendly, PDF & Email

ববি প্রতিনিধি: শিক্ষার্থীদের স্বাধীন চিন্তা-চেতনা, জ্ঞান ও দক্ষতা বিকাশের জন্য এক দুর্দান্ত অধ্যায় বিশ্ববিদ্যালয় জীবনের সময়। তাদের আগ্রহের বিষয়গুলো সম্পর্কে আরও ব্যাপকভাবে জ্ঞান লাভের সুযোগ মিলে জীবনের এই অধ্যায়ে। 

উচ্চ মাধ্যমিকের পর উচ্চশিক্ষার জন্য আমাদের দেশের বেশিরভাগ শিক্ষার্থীরই ভর্তি হওয়ার স্বপ্ন থাকে সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। পরিশ্রম আর অধ্যবসায়কে সঙ্গী করে একটি মাত্র আসন অর্জন করতে হাড্ডাহাড্ডি লড়াই করতে হয় মেধার শক্তিকে কাজে লাগিয়ে। এরপর শুরু হয় নতুন এক জীবনে পদার্পণ। স্বভাবতই নবীন শিক্ষার্থীদের কাছে উচ্ছ্বাস আর আনন্দের মূহুর্ত হয়ে উঠে এই জীবনের সূচনালগ্ন।

বরাবরের মত এবছরেও নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে নবউদ্যমে সেজে উঠছে দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়।

সোমবার (২১ অক্টোবর) স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তথা বিশ্ববিদ্যালয়ের ১৩ তম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরু হতে যাচ্ছে। নবীনদের পদচারণাকে সামনে রেখে আগেভাগেই বিভিন্ন বিভাগের শ্রেণিকক্ষ সাজানো, আল্পনা অঙ্কনে ব্যস্ত সময় পার করছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের (১২ ব্যাচ) শিক্ষার্থীরা। দেয়ালে ঠাঁই পাচ্ছে বিভাগ অনুযায়ী নির্দিষ্ট থিমে অনুযায়ী আঁকা ছবি, মনীষী কিংবা লেখকদের উক্তি আর প্রেষণামূলক বাক্য। এছাড়াও মিলছে রং তুলির ছোঁয়ায় আঁকা আল্পনার চিত্র। 

সমাজবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী মো. আশিক উদ্দিন বলেন, আমরা আমাদের নবাগত ১৩তম ব্যাচের ছোট ভাই-বোনদের গোছালো ও পরিপাটি একটি পরিবেশে বরণ করে নিতে চাই। এরই লক্ষ্যে আমাদের ১২তম ব্যাচের সকলে মিলে নিজ নিজ বিভাগ সাজানোর জন্য রংতুলির মাধ্যমে বিভিন্ন অঙ্কনের কাজ করছি।

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদ্দাম হোসেন বলেন, আমরা ১৩তম ব্যাচকে সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ উপহার দিতে চাই। তার‌ই পরিপ্রেক্ষিতে আমরা ১২তম ব্যাচ, রংতুলির মাধ্যমে বিভিন্ন ধরনের আল্পনা অঙ্কনের কাজ করছি। পদার্থবিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন তথ্য সম্পর্কে অবগত করতে আমাদের বিভাগেও অঙ্কনের কাজগুলো করছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments